নকশাল দমন অভিযান চলাকালীন কাজে গাফিলতি এবং মৃত সহকর্মীদের ফেলে চলে যাওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল চার জুনিয়র অফিসার-সহ ১৭ জন সিআরপিএফ জওয়ানকে।
প্রাথমিক তদন্তে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে বলে জানান সিআরপিএফের ডিজি দিলীপ ত্রিবেদী। এক শীর্ষ আধিকারিক জানান, কর্তব্যে অবহেলা এবং সেনাসুলভ আচরণ না করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ওই জওয়ানদের। তদন্ত চালান কমান্ডান্ট পদমর্যাদার এক আধিকারিক। তাঁর সুপারিশ ডিআইজি পদমর্যাদার আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে সিআরপিএফ সূত্রে খবর। গত ১১ মার্চ ছত্তীসগড়ের সুকমা জেলায় সিআরপিএফের টহলদারি দলের উপর অতর্কিতে হামলা চালায় প্রায় ২০০ জন মাওবাদীর একটি দল। এই হামলায় মৃত্যু হয় ১১ সিআরপিএফ জওয়ান-সহ ১৬ জন। লুঠ হয় মৃত জওয়ানদের অস্ত্র।
হামলা চলাকালীন প্রাণ বাঁচাতে সহকর্মীদের ফেলে পালিয়ে যায় ওই ১৭ জন জওয়ান। প্রাথমিক তদন্তে প্রকাশ, জওয়ানরা ওই ভাবে না পালালে হতাহতের সংখ্যা কম হত বলে জানান সিআরপিএফের ওই আধিকারিক।