ইজরায়েলি হানায় ধ্বংসস্তূপে পরিণত গাজায় দক্ষিণ প্রান্ত। এরই মধ্যে চলছে উদ্ধারকাজ। ছবি: এএফপি।
টানা বারো দিনের সংঘর্ষের পরে মাত্র দু’ঘণ্টার জন্য হলেও অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হল ইজরায়েলি সেনা এবং হামাস। রবিবার স্থানীয় সময় দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত গাজার শেজাইয়া প্রদেশে সংঘর্ষ বন্ধ রাখে দু’পক্ষই। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ইজরায়েলি সেনার মুখপাত্র। তবে গাজার অন্যান্য জায়গায় মৃত্যুমিছিল অব্যাহত থাকে। রবিবার ভোরে ইজরায়েলি সেনার বোমাবর্ষণে নিহত হলেন আরও অন্তত ৪০ জন। এমনকী, সংঘর্ষবিরতির নির্ধারিত সময়সীমা পার হওয়া মাত্রই ফের পরস্পরের বিরুদ্ধে গুলির লড়াই শুরু করে তারা।
গত ৮ জুলাই গাজায় ইজরায়েলি সেনা অভিযান শুরুর পর এ দিন ভোরে তা আরও জোরদার করা হয়। প্যালেস্তাইনি স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, এ পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছেন ৩৫৫ জন প্যালেস্তাইনি এবং ৫ জন ইজরায়েলি। দফতরের মুখপাত্র আসরাফ আল-কাদরা জানান, এ দিন ভোরে গাজায় ইজরায়েলি সেনার আগ্নেযাস্ত্রের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
মধ্য প্রান্তের ভূখণ্ড থেকে শুরু করে পূর্ব গাজার শেজাইয়া বা দক্ষিণ প্রান্তের রাফাহ— ইজরায়েলি সেনার বিমান হানা এবং ক্ষেপণাস্ত্রের আঘাত থামেনি কোথাও। গাজার স্বাস্থ্যমন্ত্রী এ দিন এক বিবৃতিতে অভিযোগ করেন, শেজাইয়াতে আহতদের সরাতে অ্যাম্বুলেন্সের উপরেও আক্রমণ শানিয়েছে ইজরায়েলি সেনা। গাজার শিয়া হাসপাতালের ডিরেক্টর নাসের তাত্তার জানান সেনা অভিযানে আহত হয়েছেন অন্তত ৪০০ জন।