অবশেষে ইস্তফাই দিলেন শীলা দীক্ষিত

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ১৫:১২
Share:

সব জল্পনার অবসান ঘটিয়ে কেরলের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন শীলা দীক্ষিত। সোমবারই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছিলেন বলে মঙ্গলবার জানান তিনি। কেন্দ্রে মোদী সরকার আসার পরে অষ্টম রাজ্যপাল হিসেবে নিজের পদ ছাড়লেন শীলা।

Advertisement

গতকাল রাষ্ট্রপতি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছিলেন শীলা। এর পরেই তাঁর ইস্তফার জল্পনা শুরু হয়। ইস্তফার কথা স্বীকার করলেও এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি নন বলে এ দিন জানান ৭৬ বছরের শীলা। ইস্তফাপত্র গৃহীত হলে তবেই এ বিষয়ে মুখ খুলবেন বলে জানিয়েছেন তিনি। ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমসে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পরেই অন্য কয়েকটি রাজ্যের রাজ্যপালদের সঙ্গে তাঁকেও সরানোয় উদ্যোগী হয় বিজেপি সরকার।

শীলা দীক্ষিতের ইস্তফার পাশাপাশি এ দিন চার রাজ্যে রাজ্যপালের নাম ঘোষণা করল এনডিএ সরকার। রাজস্থানের নতুন রাজ্যপাল হচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ। রাজস্থান ছাড়াও এ দিন মহারাষ্ট্র, কর্নাটক এবং গোয়ার রাজ্যপালের নাম জানানো হয়েছে। এই তিন রাজ্যের নতুন রাজ্যপাল হচ্ছেন যথাক্রমে সি বিদ্যাসাগর রাও, বাজুভাই বালা এবং মৃদুলা সিংহ। এই নিয়োগে এ দিন সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Advertisement

এর আগে কেন্দ্রের চাপে ইস্তফা দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়ণন। শঙ্করনারায়ণনকে মিজোরামে বদলি করেছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু, ওই রাজ্যের রাজ্যপালের পদে দায়িত্ব নিতে নারাজ ছিলেন তিনি। তাঁর জায়গায় এলেন বাজপেয়ী সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী সি বিদ্যাসাগর রাও। গত জুনে বি ভি ওয়াঞ্চুর ইস্তফার ফলে গোয়ায় রাজ্যপালের পদ খালি হয়। সে জায়গায় এলেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি মৃদুলা সিংহ। কর্নাটক এবং রাজস্থানের রাজ্যপালদের কার্যকাল শেষ হয়ে গিয়েছিল আগেই। ফলে সেই স্থানেও নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। কর্নাটকের নতুন রাজ্যপাল হচ্ছেন গুজরাত বিধানসভার স্পিকার বাজুভাই বালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement