ব্যাগটা দেখতে হবে অনেকটা বিমানের মতোই। তার ভিতরে থাকবে একটি ছোট্ট বার্গার, একটি জুস ক্যান, পটেটো চিপস এবং চকোলেট। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে শনিবার থেকে আকাশে এমনই অভিনব ভাবে খাবার পরিবেশন করবে স্পাইসজেট। তবে, একেবারে বিনা মূল্যে নয়। এ কারণে সেই খাবার অগ্রিম বুক করে নিতে হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই সুযোগ শনিবার থেকে বেশ কিছু দিন পাওয়া যাবে। প্রাথমিক ভাবে শিশু দিবসের কথা ভেবে শিশুদেরই এই ব্যাগ ও খাবার দেওয়ার কথা ভাবা হয়েছিল। যদিও সংস্থা জানাচ্ছে, কোনও প্রাপ্ত বয়স্ক মানুষ যদি বিমানের টিকিট কাটার সময়ে ওই খাবার অগ্রিম বুক করেন তিনিও ওই ব্যাগ ভর্তি খাবার পাবেন। সংস্থার এক অফিসারের কথায়, ‘‘ব্যাগটি লোভনীয়। সেটা অনেক দিন পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে। তাই, যাঁদের বাড়িতে বাচ্চা রয়েছে, তাঁরা একা কোনও কাজে আমাদের বিমানে চেপে গেলেও ওই ব্যাগটির কথা ভেবে সেই খাবার অগ্রিম বুক করতে পারেন।’’
সংস্থার তরফে জানানো হয়েছে, এক একটি ব্যাগ বিক্রি হলে ১০ টাকা করে সরিয়ে রেখে একটি আলাদা তহবিল গড়া হবে। সেই তহবিল সমাজের পিছিয়ে পড়া, সুবিধা না পাওয়া শিশুদের কল্যাণে খরচ করা হবে বলেও স্পাইসজেট জানিয়েছে।