চিনা শীর্ষ ব্যাঙ্ক ডলারের সাপেক্ষে তার মুদ্রা ইউয়ানের দাম সোমবার এক ধাক্কায় বাড়িয়ে দিল ৫৪ বেসিস পয়েন্ট, যা এক দশকে সর্বোচ্চ। তিন মাস আগেই অর্থনীতির হাল ফেরাতে ইউয়ানের মূল্য আচমকা কমিয়েছিল চিন, যার প্রভাবে বিশ্ব জুড়ে ধস নামে শেয়ার বাজারে। আইএমএফ তার মুদ্রাভাণ্ডারে ইউয়ানকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেওয়াতেই চিন মুদ্রার দাম বাড়াল বলে জানান বিশেষজ্ঞরা। দিনের শেষে প্রতি ডলার ছিল ৬.৩৪ ইউয়ান।