ভারতে দ্রুতগতির ট্রেন চালুর সমীক্ষা করবে চিন

ভারতে মেট্রো শহরগুলির মধ্যে দ্রুত গতির ট্রেন চালু সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখতে সমীক্ষা করার জন্য বিভিন্ন বিদেশি সংস্থাকে নিযুক্ত করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। এর মধ্যে দিল্লি-কলকাতা রুটে সমীক্ষা চালাবে স্পেনের পরিবহণ উপদেষ্টা সংস্থা আইনেকো।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৯
Share:

ভারতে মেট্রো শহরগুলির মধ্যে দ্রুত গতির ট্রেন চালু সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখতে সমীক্ষা করার জন্য বিভিন্ন বিদেশি সংস্থাকে নিযুক্ত করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। এর মধ্যে দিল্লি-কলকাতা রুটে সমীক্ষা চালাবে স্পেনের পরিবহণ উপদেষ্টা সংস্থা আইনেকো। দিল্লি-মুম্বইয়ের ক্ষেত্রে রেলপথ তৈরির সম্ভাবনা বিচারের ভার বর্তেছে চিনের সরকারি রেল সংস্থার নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের উপর। তাদের হয়ে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে মিলে এই কাজ করবে থার্ড রেলওয়ে সার্ভে অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট গ্রুপ কর্পোরেশন। আর মুম্বই এবং চেন্নাইয়ের রুটের সমীক্ষার জন্য বাছা হয়েছে ফরাসি সংস্থা সিস্ত্রাকে।

Advertisement

এর আগে গত ডিসেম্বরে দিল্লি-মুম্বই, মুম্বই-চেন্নাই এবং দিল্লি-কলকাতা রুটে দ্রুত গতির ট্রেন চালুর জন্য সব দিক বিচার করাতে দরপত্র চেয়েছিল রেল মন্ত্রক। আমেরিকা, ফ্রান্স, জার্মানি-সহ মোট সাতটি দেশের ১২টি সংস্থার তা জমা দেয়। অন্য দিকে দিল্লি-চেন্নাই রুটে একই ধরনের পরিষেবা চালুর সমীক্ষা চিন করবে বলে নভেম্বরে জানিয়েছিলেন মন্ত্রকের এক মুখপাত্র। প্রসঙ্গত, ইতিমধ্যেই মুম্বই-আমদাবাদ রুটে সমীক্ষা চালিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। সব মিলিয়ে এ জন্য ৬০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement