ভারতেই সব ফোন যন্ত্রাংশ জুড়ে তৈরি করবে মাইক্রোম্যাক্স

যন্ত্রাংশ জুড়ে কম দাবি ফোন তৈরির ক্ষেত্রে এত দিন মাইক্রোম্যাক্সের গন্তব্য ছিল চিন। এ বার সেই পথ থেকে সরে আসার কথা ঘোষণা করল ভারতীয় মোবাইল নির্মাতা সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ০২:৩৮
Share:

যন্ত্রাংশ জুড়ে কম দাবি ফোন তৈরির ক্ষেত্রে এত দিন মাইক্রোম্যাক্সের গন্তব্য ছিল চিন। এ বার সেই পথ থেকে সরে আসার কথা ঘোষণা করল ভারতীয় মোবাইল নির্মাতা সংস্থাটি।

Advertisement

বৃহস্পতিবার মাইক্রোম্যাক্স কর্ণধার রাহুল শর্মা জানিয়েছেন, তাদের সব ফোন ভারতেই যন্ত্রাং? জুড়ে তৈরি করতে উদ্যোগী হয়েছেন তাঁরা। আগামী ২০১৮ সালের মধ্যে তা সম্ভব হবে বলেও তাঁর দাবি। প্রসঙ্গত, ২০০৮ সালে তৈরি হওয়া মাইক্রোম্যাক্স মূলত চিন থেকেই আমদানি করে দেশের বাজারে ফোন বিক্রি করে। তবে সেই পথ থেকে সরে আসতে ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা লগ্নিতে এ দেশে যন্ত্রাংশ জুড়ে কারখানা গড়ার কথা জানিয়েছে সংস্থা। একই সঙ্গে দামি ফোনের বাজার ধরতে এ দিন ইউ ব্র্যান্ডের নতুন ফোন ইউটোপিয়াও এনেছে তারা।

সারা বিশ্বে স্মার্ট ফোন বিক্রি বৃদ্ধির নিরিখে ভারত প্রথম স্থানে থাকলেও, উৎপাদনে অসুবিধা এবং পরিকাঠামোর অভাবের জেরে কিছু দিন আগেও এখানে কারখানা গড়তে আগ্রহী হয়নি বেশির ভাগ সংস্থা। যে কারণে ১০০-রও বেশি সংস্থা বিদেশ থেকে আমদানি করা ফোনই বিক্রি করে থাকে এখানে। কিন্তু চিনে ক্রমশ বাড়তে থাকা উৎপাদন খরচের কারণে এবং ভারতের বাজার ধরার দৌড়ে এগিয়ে থাকতে সংস্থাগুলি এখানেই যন্ত্রাংশ জুড়ে কারখানা গড়তে আগ্রহ দেখাচ্ছে। মাইক্রোম্যাক্সও তার ব্যতিক্রম নয়।

Advertisement

এ দিন শর্মা জানিয়েছেন, বর্তমানে সংস্থার দুই তৃতীয়াংশেরও কম ফোন তৈরি হয় ভারতে। কিন্তু চিনে কর্মী খাতে খরচ বৃদ্ধি সেখান থেকে উৎপাদন সরিয়ে আনার অন্যতম কারণ। পাশাপাশি আগের তুলনায় ভারতে এখন যন্ত্রাংশ জোগাড় করাও সহজ। ফলে সব দিক খতিয়ে দেখে এখানেই সব মডেলের ফোন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে সাড়া দিয়ে ভারতে কারখানা গড়তে এগিয়ে এসেছে চিনা স্মার্ট ফোন নির্মাতা লেনোভো। একই সঙ্গে ফক্সকন, শাওমি-র মতো সংস্থাও যৌথ উদ্যোগে এখানকার কারখানায় যন্ত্রাংশ জুড়ে ফোন তৈরি করবে বলে জানিয়েছে। এ বার একই পথে হাঁটল মাইক্রোম্যাক্সও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement