টুকরো খবর

সরকারি দফতরের কম্পিউটারে মাইক্রোসফটের ‘উইন্ডোজ-৮’ সফটওয়্যার ব্যবহার বন্ধের নির্দেশ দিল চিন। এতে সংস্থাটি ফের সমস্যায় পড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ এমনিতেই চিনের বাজার ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছে মাইক্রোসফটকে। নকল পণ্যের জেরেও তাদের সেখানে বাজার বাড়ানো কঠিন বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাক্তন সিইও স্টিভ বামার।

Advertisement
শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:০৪
Share:

উইন্ডোজ-৮ ব্যবহার বন্ধের নির্দেশ চিনের সরকারি কম্পিউটারে

Advertisement

সংবাদ সংস্থা • বেজিং ও নিউ ইয়র্ক

সরকারি দফতরের কম্পিউটারে মাইক্রোসফটের ‘উইন্ডোজ-৮’ সফটওয়্যার ব্যবহার বন্ধের নির্দেশ দিল চিন। এতে সংস্থাটি ফের সমস্যায় পড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ এমনিতেই চিনের বাজার ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছে মাইক্রোসফটকে। নকল পণ্যের জেরেও তাদের সেখানে বাজার বাড়ানো কঠিন বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাক্তন সিইও স্টিভ বামার। তার উপর চিনের এই সিদ্ধান্ত সংস্থাটির ব্যবসায় বিরূপ প্রভাব ফেলতে পারে। এ দিকে, অ্যাপলের আই প্যাড ও ম্যাকবুক-এর সঙ্গে পাল্লা দিতে এ দিনই সার্ফেস ট্যাবলেট-এর নয়া সংস্করণ আনল মাইক্রোসফট। সংস্থার দাবি, ‘সার্ফেস প্রো ৩’ ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপ, দুই হিসেবেই ব্যবহার করা যাবে। এই ট্যাবলেট আগের তুলনায় অনেকটাই হালকা ও পাতলা।

Advertisement

‘কথা বলা’ এটিএম চালু বাধ্যতামূলক জুলাই থেকে

সংবাদ সংস্থা • মুম্বই

জুলাই থেকে যে সব এটিএম চালু হবে, বাধ্যতামূলক ভাবে সেগুলিতে টাকা লেনদেন সংক্রান্ত সমস্ত নির্দেশ গ্রাহককে কানে শোনানোর ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। রাখতে হবে ব্রেল কিপ্যাডও। বুধবার এক নির্দেশে এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। হুইলচেয়ার ব্যবহারকারীদের ঢোকার সুবিধার জন্য বর্তমান ও ভবিষ্যতে চালু হতে চলা সব এটিএম-এ র্যাম্পের ব্যবস্থাও করতে বলেছে তারা। এ দিকে, রফতানিকারীদের ১০ বছর পর্যন্ত মেয়াদের ঋণ দেওয়ায় সায় দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগে তা ছিল মাত্র ১ বছর। তবে এ জন্য ধার শোধের ক্ষেত্রে রফতানিকারীদের ন্যূনতম তিন বছরের খতিয়ান সন্তোষজনক হতে হবে। রয়েছে আরও বিভিন্ন শর্ত।

সোনা আমদানি নিয়ে

প্রথম সারির কিছু সোনা আমদানি সংস্থার জন্য তার বিধি শিথিল করল রিজার্ভ ব্যাঙ্ক। তবে শর্ত হল, যতটা সোনা আমদানি করা হবে তার অন্তত ২০% রফতানির জন্য ব্যবহার করতে হবে। বাকি ৮০% ব্যবহার করা যাবে দেশে। ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড দ্বারা স্বীকৃত যে সব ‘স্টার ট্রেডিং হাউজ’ বা ‘প্রিমিয়ার ট্রেডিং হাউজ’ নথিভুক্ত রয়েছে, তারাই এই সুবিধা পাবে। এর আগে কয়েকটি ব্যাঙ্কের জন্যও এ রকম পদক্ষেপ করেছিল শীর্ষ ব্যাঙ্ক। চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতি নিয়ন্ত্রণে গত জুলাইয়ে আমদানি বিধি কড়া করেছিল তারা। -

বীরভূমের ডেউচা খনির রিপোর্ট তলব

বীরভূমে মহম্মদবাজার ব্লকের ডেউচা পাঁচামি খনি থেকে কয়লা তোলার প্রকল্প কতটা এগোল, তার রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য পাঁচটি রাজ্যকে নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করার কথা। সব রাজ্য মিলে একটি যৌথ সংস্থা গড়ার পরেই কয়লা তোলা শুরু হবে। সেই প্রক্রিয়ার রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুত্‌ দফতর সূত্রের খবর, মমতা অযথা সময় নষ্ট না-করে, দ্রুত প্রকল্প শুরু করতে চান। বিদ্যুত্‌ উন্নয়ন নিগমের এক কর্তা জানান, ভোটের কাজ চলছিল। তাই নির্দিষ্ট সময়ে রাজ্যগুলি প্রকল্প নিয়ে মতামত জানাতে পারেনি। এ বার যোগাযোগ করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ

সান ফার্মা ও র‌্যানব্যাক্সির সংযুক্তি প্রক্রিয়া নিয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টকে দু’দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট। এই সংযুক্তিতে অন্তর্বর্তী স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় সান ফার্মা, র‌্যানব্যাক্সি।

নতুন নিয়োগ

নরেন্দ্র কুমার বর্মা ওএনজিসি বিদেশ-এর এমডি হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement