ছবি: রয়টার্স
ব্রিকস দেশগুলির (ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা) যৌথ উদ্যোগে সাংহাইয়ে চালু হল নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি)। মূলধন ৫,০০০ কোটি ডলার। দু’বছরে হবে ১০ হাজার কোটি। সমান ভাগে জোগাবে পাঁচ দেশ। পরিকাঠামো গড়া ও উন্নয়নে ঋণ পাবে তারা। থাকবে আরও ১০ হাজার কোটি ডলারের আপৎকালীন তহবিলও। সকলের ভোটাধিকার সমান। কারও ভেটো প্রয়োগের ক্ষমতা নেই। প্রথম পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার কে ভি কামাথ। বিশ্ব ব্যাঙ্ক ও আইএমএফকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এনডিবি। মঙ্গলবার উদ্বোধনে কামাথ, চিনের অর্থমন্ত্রী লৌ জিউয়ি এবং সাংহাইয়ের মেয়র অ্যাং জিয়ং (বাঁ দিক থেকে)।