ধাক্কা খেল শেয়ার সূচকের প্রায় টানা উত্থান। মঙ্গলবার এক ধাক্কায় সেনসেক্স নামল ৩৬০.৪৩ পয়েন্ট। দাঁড়াল ৩৩,৩৭০.৭৬ অঙ্কে। নিফ্টি ১০১.৬৫ পড়ে হয়েছে ১০,৩৫০.১৫।
প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে ১১ জন সৌদি রাজকুমার ও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি গ্রেফতার হওয়ার জেরেই এ দিন বাজার পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। সে দেশে রাজা সলমন বিন আবদুলাজিজ আল-সৌদের উদ্যোগে সদ্য তৈরি হয়েছে দুর্নীতি দমন কমিটি। যার মাথায় আছেন যুবরাজ মহম্মদ বিন সলমন। কমিটির সিদ্ধান্তে পদ হারিয়েছেন বর্তমান তিন মন্ত্রীও।
সৌদির ঘটনার প্রভাবে আরব দেশগুলি তেল উৎপাদন আরও কমিয়ে দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতে লগ্নিকারীদের আশঙ্কা, সেটা হলে বিশ্ব বাজারে লাফিয়ে বাড়বে অপরিশোধিত তেলের দাম। ইতিমধ্যেই উঁচু মানের তেল ব্রেন্ট রাতারাতি ৩.৫% বেড়ে হয়েছে ব্যারেলে ৬৪ ডলার। আর তেলের দাম বাড়লে বিরূপ প্রভাব পড়বে এ দেশের অর্থনীতিতেও। ফের মাথাচাড়া দিতে পারে মূল্যবৃদ্ধি। বাড়তে পারে বাণিজ্য ঘাটতি। এই পরিস্থিতিতে আশা জাগিয়েছে একটাই বিষয়, তা হল, শেয়ার কিনতে ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ফেরা।
বাজারে পতনের প্রভাবে এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও ৩৫ পয়সা পড়ে গিয়েছে। এক ডলার হয়েছে ৬৫.০৩ টাকা।
সৌদি আরবের খবরেও জাপান চিন, সিঙ্গাপুর, তাইওয়ানের মতো এশিয়ার অন্যান্য বাজারে শেয়ার বাজার অবশ্য এ দিন চাঙ্গাই ছিল।