প্রতীকী ছবি।
জুলাইয়ের শুরু থেকেই পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৬ টাকা। যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। অন্য দিকে, ডিজেলের দাম লিটার প্রতি বে়ড়েছে ৩ টাকা ৬৭ পয়সা।
এ বছরের জুন থেকে তেল সংস্থাগুলো প্রতি দিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। ফলে প্রতিদিনই তেলের দামের পরিবর্তন হয়। এর আগে মাসের পয়লা ও ১৬ তারিখে পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন করা হত। কিন্তু ১৫ বছরের পুরনো সেই প্রথা থেকে সরে এসে ১৬ জুন থেকে দিনভিত্তিক দামে সায় দিয়েছে তেল সংস্থাগুলো।
আরও পড়ুন: শুরুতেই রাজ্যের ভাঁড়ার ভরেছে জিএসটি
আরও পড়ুন: রিটার্ন, কর জমায় নাকাল ব্যবসায়ীরা
এক তেল সংস্থার আধিকারিক জানান, পেট্রোল-ডিজেলের দাম আগে মাসের নির্দিষ্ট সময়ে বাড়ত। ফলে এক লাফে যদি ২-৩ টাকা দাম বেড়ে যেত গ্রাহকদের মধ্যে হইচই পড়ে যেত। কিন্তু এখন যে দিনভিত্তিক দাম চালু হয়েছে তাতে প্রতি দিনই লিটারপিছু ১ থেকে ১৫ পয়সা বাড়ছে। অথচ সেটা গ্রাহকেরা টেরই পাচ্ছেন না!
দিনভত্তিক তেলের দাম শুরুতেই একটু ধাক্কা খায়। পেট্রোল-ডিজেলের দাম প্রথম দিকে বাড়ার পরিবর্তে কমে যায়। যেমন, ১৬ জুন দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৬৫.৪৮ টাকা। জুলাইয়ের শুরুতেই সেই দাম প্রতি লিটারে ২ টাকা কমে দাঁড়ায় ৬৩.০৬ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম ৫৪.৪৯ টাকা থেকে নেমে দাঁড়ায় ৫৩.৩৬ টাকায়। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই তেলের দাম বাড়তে শুরু করে।