Share Market

লাখ পেরিয়েও থামছে না সোনা, দুরন্ত গতিতে ছুটছে সেনসেক্সও

বিশেষজ্ঞ মহলের মতে, আন্তর্জাতিক দুনিয়ার অনিশ্চয়তা সোনাকে দামি করছে। তুলনায় সুরক্ষিত লগ্নি হিসেবে গণ্য হওয়া এই সম্পদের চাহিদা বাড়ছে। তাই চড়ছে তার দাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৭:১০
Share:
এক দিনে ১০ গ্রাম খুচরো সোনার (২৪ ক্যারাট) দাম বেড়ে গেল ২২০০ টাকা।

এক দিনে ১০ গ্রাম খুচরো সোনার (২৪ ক্যারাট) দাম বেড়ে গেল ২২০০ টাকা। —প্রতীকী চিত্র।

সোনার দাম কর নিয়ে প্রথম বার লাখ টাকা পেরিয়েছিল সোমবার। নতুন নজির গড়ে মঙ্গলবার উঠল আরও উপরে। এক দিনে ১০ গ্রাম খুচরো সোনার (২৪ ক্যারাট) দাম বেড়ে গেল ২২০০ টাকা। জিএসটি ছাড়া পৌঁছল ৯৯,৫০০ টাকায়। আর তা ধরলে ১,০২,৪৮৫ টাকা। পাল্লা দিয়ে ছুটছে গয়নার সোনাও। তার মূল দাম ৯৪,৫৫০ টাকা। জিএসটি যোগ করে এ দিন ক্রেতাকে দিতে হয়েছে ৯৭,৩৮৬.৫০ টাকা।

অন্য দিকে, সোনার পাশাপাশি লাগাতার উঠছে শেয়ার বাজারও। টানা ছ’টি লেনদেনে সেনসেক্সের মোট উত্থান দাঁড়িয়েছে ৫৭৪৮.৪৪ পয়েন্ট। ৭৩ হাজারের ঘর থেকে উঠে মঙ্গলবার দিন শেষ করেছে ৭৯ হাজারের ঘরে। থিতু হয়েছে ৭৯,৫৯৫.৫৯ অঙ্কে। এই ছ’দিনে ৮% উঠেছে সেনসেক্স। বিএসই-তে লগ্নিকারীদের সম্পদ বেড়েছে ৩৩.৫৫ লক্ষ কোটি টাকা।

বিশেষজ্ঞ মহলের মতে, আন্তর্জাতিক দুনিয়ার অনিশ্চয়তা সোনাকে দামি করছে। তুলনায় সুরক্ষিত লগ্নি হিসেবে গণ্য হওয়া এই সম্পদের চাহিদা বাড়ছে। তাই চড়ছে তার দাম। অন্য দিকে, শেয়ার বাজার চাঙ্গা হওয়ার অন্যতম কারণ, বহু শেয়ারের দাম কমে আসায় নতুন লগ্নির হিড়িক। তার উপর ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি ফের শেয়ার কিনছে। দুর্বল হতে থাকা ডলারও ঠেলে তুলছে বাজারকে। লগ্নিকারীদের আশা, আমেরিকার শুল্ক এড়াতে পারবে ভারত। সেই সঙ্গে ঘরে তুলতে পারবে আমেরিকা-চিন শুল্ক যুদ্ধের ফায়দাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন