ধুমচিপাড়া বাগান বছরের গোড়ায় খোলার ইঙ্গিত

সব কিছু ঠিকঠাক চললে নতুন বছরের গোড়াতেই খুলতে পারে উত্তরবঙ্গে ডানকান গোষ্ঠীর ধুমচিপাড়া চা বাগান।বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ডানকান গোষ্ঠীর কর্তা জি পি গোয়েন্‌কা। পরে তিনি জানান, মুখ্য সচিবকে বাগান পরিচালনা সংক্রান্ত তথ্য দিতে ও এই ক্ষেত্রে রাজ্যের সাহায্য চাওয়াই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:১১
Share:

সব কিছু ঠিকঠাক চললে নতুন বছরের গোড়াতেই খুলতে পারে উত্তরবঙ্গে ডানকান গোষ্ঠীর ধুমচিপাড়া চা বাগান।

Advertisement

বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ডানকান গোষ্ঠীর কর্তা জি পি গোয়েন্‌কা। পরে তিনি জানান, মুখ্য সচিবকে বাগান পরিচালনা সংক্রান্ত তথ্য দিতে ও এই ক্ষেত্রে রাজ্যের সাহায্য চাওয়াই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।

আপাতত ডানকানের বীরপাড়া বাগানটি চালু হয়েছে। গোয়েন্‌কার দাবি, সেখানে প্রায় ১৫০০ শ্রমিক আছেন। তাঁদের বকেয়া বেতনের একাংশ মেটানো হয়েছে। তিনি জানান, আগামী সপ্তাহেই ধুমচিপাড়া চালু করার পরিকল্পনা রয়েছে। নোট বাতিলের জেরে তা পিছিয়ে গিয়েছে। ওই বাগানে কাজ শুরু করার জন্য ম্যানেজার নিয়োগ সম্পূর্ণ। তাঁর দাবি, রুগ্‌ণ ৭টি বাগানের মধ্যে কোনওটিই তাঁরা বন্ধ করেননি। ম্যানেজার না-থাকায় কাজ হচ্ছে না। ধীরে ধীরে কাজ শুরু হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement