জোড়া পরিসংখ্যান অর্থনীতির গতিবিধি নিয়ে তেমন কোনও স্পষ্ট ইঙ্গিত দিল না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে মূলত শাক-সব্জি ও ডালের দাম কমার হাত ধরে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ডিসেম্বরে নেমে এসেছে ৩.৪১ শতাংশে, যা গত তিন বছরে সবচেয়ে কম। নোট বাতিলের জেরে চাহিদা তলানিতে এসে ঠেকার ছাপই বাজার দরে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, এ দিনই জানা গিয়েছে, নভেম্বরে শিল্পোৎপাদন বেড়েছে ৫.৭ শতাংশ, যা ১৩ মাসে সর্বোচ্চ। অর্থাৎ নোট বাতিলের জেরে তৈরি হওয়া নগদ সঙ্কটের ছাপ পড়েনি শিল্পোৎপাদনের এই পরিসংখ্যানে। অথচ এর জেরে শিল্প ঝিমিয়ে পড়ার ইঙ্গিত আগেই মিলেছে। আর, সেই কারণেই হিসেব মেলাতে নাজেহাল বিশেষজ্ঞরা।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র গবেষণা ও উপদেষ্টা সংস্থা ইকোর্যাপ-এর মতে আগের বছরের তলানিতে থাকা শিল্পোৎপাদনের ভিত্তিতে হিসেব করার কারণেই (বেস এফেক্ট) চড়েছে এই হার। সেই প্রভাব বাদ দিলে সরাসরি উৎপাদন কমার ছবিই ধরা পড়ত। প্রসঙ্গত, অক্টোবরে বেস এফেক্ট খাতে ১০.৩ শতাংশ সঙ্কোচন ধরলে শিল্পোৎপাদন সরাসরি কমেছে ১.৮ শতাংশ। আর, নভেম্বরে তা ধরলে শিল্প-বৃদ্ধি সরাসরি কমে যেত ৪.৬ শতাংশ। রয়টার্সের সমীক্ষাতেও নভেম্বরে শিল্পের চাকা মাত্র ১.৩ শতাংশ হারে এগোনোর ইঙ্গিত মিলেছিল।