নোট বাতিলের পরে কমেছে ফলজাত পণ্য, ফুল ও বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা। এর জের এসে পড়েছে করোগেটেড বোর্ডের বাক্স তৈরির শিল্পে। সমস্যা আরও বেড়েছে বাক্স তৈরির কাঁচামালের দাম দ্রুত বাড়ায়। ফলে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে বেশ কিছু করোগেটেড বাক্স তৈরির কারখানা বন্ধের মুখে বলে অভিযোগ ইস্টার্ন ইন্ডিয়া করোগেটেড বক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন কুমার দে-র। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে এর সঙ্গে প্রায় ৩৫ লক্ষ মানুষ যুক্ত।
প্রক্রিয়া করা ফলজাত খাদ্য সামগ্রী, ফুল ছাড়াও বিভিন্ন ধরণের ভোগ্যপণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে করোগেটেড বাক্স ব্যবহার করা হয়। হালে ওই সব পণ্যের বাজার কমায় বাক্সের চাহিদাও তলানিতে।
মিলনবাবুর অভিযোগ, সম্প্রতি ওই বাক্স তৈরির জন্য ক্রাফ্ট পেপারের দাম টন প্রতি প্রায় ৩ হাজার টাকা বেড়ে গিয়েছে। ফলে বেড়ে গিয়েছে করোগেটেড বাক্স তৈরির খরচও। ফলে পুরনো দামে বিক্রি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে বাক্স প্রস্তুতকারকদের। বাক্সের চাহিদা কমে যাওয়ায় দাম বাড়ানোর ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে।