আইন মানুন, বার্তা শিল্পকে

মন্ত্রীর মতে, আইন ভাঙার পরে তা ঢাকার চেষ্টা না করে বরং সংস্থাগুলি ভুল মেনে নিয়ে সামনে আসলেই ভাল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০২:৫৬
Share:

পীযূষ গয়াল। —ফাইল চিত্র

আইন মেনে ব্যবসা না-করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে শিল্প মহলকে হুঁশিয়ারি দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। শুক্রবার বণিকসভা সিআইআইয়ের সভায় তিনি বলেন, নিয়ম মেনে কাজ করা সংস্থাগুলির ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু যারা আইন ভাঙবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র।

Advertisement

মন্ত্রীর মতে, আইন ভাঙার পরে তা ঢাকার চেষ্টা না করে বরং সংস্থাগুলি ভুল মেনে নিয়ে সামনে আসলেই ভাল। এই প্রসঙ্গে আইনের ফাঁকফোকর খোঁজার চেষ্টা না-করার পরামর্শও দিয়েছেন তিনি। একই সঙ্গে গয়ালের মতে, আইনি উপদেষ্টা সংস্থাগুলিও যেন অন্যান্য সংস্থাকে পরামর্শ দেওয়ার সময়ে সতর্ক থাকে।

রফতানিকারীদের সুবিধার জন্য কেন্দ্র সচেষ্ট বলেও আজ জানান গয়াল। তাঁর দাবি, রফতানিকারীরা যাতে বিদেশি মুদ্রায় ঋণ পেতে পারে, সে জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলা হচ্ছে। তবে বাণিজ্যের সমস্যায় ভর্তুকি সমাধান হতে পারে না। বরং অন্য পথ বের করা যায় কি না, তা দেখা দরকার।

Advertisement

বাণিজ্য-যুদ্ধে ভাল জায়গায়: শুল্ক-যুদ্ধের মধ্যেও ভারত ভাল জায়গায় দাঁড়িয়ে বলেই মনে করেন গয়াল। শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এতে ভারতে প্রভাব পড়বে। কিন্তু তা সামলানোর ক্ষমতা দেশের রয়েছে। জিএসপি-র আওতায় ২০১৮ সালে ৬৩০ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়েছে বলে জানান তিনি। এ দিকে, ভারত বাণিজ্যের ধরন না-পাল্টালে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement