ব্যবসা বৃদ্ধি ভাল, দাবি স্পেনসার্সের

নোট বাতিলের সমস্যা সামলেও গত ছ’মাস ধরে ব্যবসা বৃদ্ধি ধরে রেখেছে আর পি-সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর সংস্থা স্পেনসার্স। গোষ্ঠীর কর্ণধার সঞ্জীব গোয়েন্কার দাবি, দেশ জুড়ে বিভিন্ন শপিং মলে যে-পরিমাণ ব্যবসা হয়, তার তুলনায় স্পেনসার্স অনেকটাই বেশি লেনদেন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৯
Share:

নোট বাতিলের সমস্যা সামলেও গত ছ’মাস ধরে ব্যবসা বৃদ্ধি ধরে রেখেছে আর পি-সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর সংস্থা স্পেনসার্স। গোষ্ঠীর কর্ণধার সঞ্জীব গোয়েন্কার দাবি, দেশ জুড়ে বিভিন্ন শপিং মলে যে-পরিমাণ ব্যবসা হয়, তার তুলনায় স্পেনসার্স অনেকটাই বেশি লেনদেন করেছে। প্রতি বর্গ ফুটে ১৭৪০ টাকার ব্যবসা করেছে সংস্থা। অন্যান্য মলের গড় ব্যবসা বর্গ ফুট প্রতি ১২০০ টাকার কাছাকাছি। একই সঙ্গে তিনি জানান, স্পেনসার্স নিজেদের তৈরি জামাকাপড়ের ব্র্যান্ড নতুন ভাবে বাজারে নিয়ে আসছে।

Advertisement

পাশাপাশি, সিইএসসি-র বাণিজ্যিক পরিকল্পনার কথা জানান গোয়েন্কা । তিনি বলেন, বিদ্যুৎ বণ্টনের উপর জোর দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে সিইএসসি। যেমন রাজস্থানে বিকানের, ভরতপুর ও কোটা, তিনটি শহরে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার দায়িত্ব পেয়েছে সংস্থা। এই তিন শহরের বিদ্যুৎ ব্যবসা গ্রেটার নয়ডার চেয়ে বেশি বলেও তাঁর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement