বাংলার ‘দাদা’র পাড়ার পুজো! এ নামেই এখন বিখ্যাত এই পুজো। প্রতি বছর শারদীয়ায় এখানে মণ্ডপে ঢাক বাজাতে দেখা যায় স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পাঁচ দশক আগে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের হাত ধরে পথচলা শুরু। এ বছর ৫১তম বর্ষে পা দিল বড়িশা প্লেয়ার্স কর্নার।
এ বছরের থিম ‘বোধ’। পুজো কমিটির সদস্য শুভ্রাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “ভারতের নানা জায়গায় এখনও অনেক আদিবাসী সম্প্রদায় রয়েছে, যাঁরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে একসঙ্গে বসবাস করা পছন্দ করেন। শহুরে মানসিকতায় অভ্যস্ত মানুষদের মধ্যে প্রকৃতির ঘেরাটোপে বেঁচে থাকার এই ঝোঁক কমে আসছে। তাই আমাদের পুজো মণ্ডপে তুলে ধরতে চেয়েছি বোধের সঞ্চার হওয়ার রসদ।” ২/৬ বীরেন রায় রোড, পূর্ব বড়িশা, কলকাতা-৮। এই ঠিকানা ধরে অনায়াসে পোঁছে যেতে পারবেন ঐতিহ্যময় এই পুজোয়। এ বছর থিমশিল্পী সন্দীপ মুখোপাধ্যায়। প্রতিমা গড়ছেন উৎপল ঘোষ।
কী ভাবে যাবেন?
বেহালা চৌরাস্তা বাস স্টপে নেমে ডান দিকে প্লেয়ার্স কর্নারের গলিতে ঢুকে সোজা এগিয়ে গেলেই পৌঁছে যাবেন মণ্ডপে।
থিম- বোধ
থিম শিল্পী- সন্দীপ মুখোপাধ্যায়
প্রতিমা শিল্পী- উৎপল ঘোষ
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।