মেট গালা ২০২৪-এর গালিচায় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে অভিনেত্রী আলিয়া ভট্টর সাজ নজর কেড়েছে সকলের।

ছবি: সংগৃহীত

সব্যসাচী মুখোপাধ্যায় নিজেও এই বছর প্রথম ভারতীয় পোশাকশিল্পী হিসাবে মেট গালা ২০২৪-এর গালিচায় হেঁটেছেন।

ছবি: সংগৃহীত

তবে আলিয়া ছাড়াও বলিউডের অন্যান্য বহু অভিনেত্রীও বহুবার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে সকলের সামনে এসেছেন। দেখে নেওয়া যাক তাঁদের কিছু ঝলক।

ছবি: সংগৃহীত

৭৭তম বাফটার মঞ্চে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে। আইভরি রঙের শাড়ি জুড়ে ছিল চুমকির কারুকাজ।

ছবি: সংগৃহীত

সোনালি জড়ি-চুমকির নকশা করা কমলা নেটের শাড়িতে অভিনেত্রী ক্যাটরিনাকে দেখতে লাগছে অপূর্ব। সঙ্গে তিনি পরেছেন ফুলহাতা প্রিন্টেড ব্লাউজ়।

ছবি: সংগৃহীত

অভিনেত্রী অদিতি রাও হায়দারিকেও দেখা গিয়েছে সব্যসাচীর নকশা করা শাড়িতে। সোনালি জড়ির কাজ করা কালো শাড়িতে অভিনেত্রীকে দেখতে লাগছে রাজকীয়।

ছবি: সংগৃহীত

‘৯০-এর দশকের প্রথম সারির অভিনেত্রী করিশ্মা কপূর কালো নেটের শাড়িতে দেখতে লাগছেন মোহময়ী।

ছবি: সংগৃহীত

বলিপাড়ার ‘বেবো’কেও দেখা গিয়েছে সব্যসাচীর নকশা করা শাড়িতে।

ছবি: সংগৃহীত