Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শহর থাকলেও মোদীর রাজ্যে গ্রামের দুর্গে ধাক্কা বিজেপির

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে শহরাঞ্চল বিজেপির হাতে থাকলেও, গ্রামের ‘দুর্গে’ বড়সড় ফাটল ধরল শাসক দলের।

গাঁধীনগরে গুজরাত প্রদেশ বিজেপির সদর দফতর।

গাঁধীনগরে গুজরাত প্রদেশ বিজেপির সদর দফতর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ১৪:৫২
Share: Save:

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে শহরাঞ্চল বিজেপির হাতে থাকলেও, গ্রামের ‘দুর্গে’ বড়সড় ফাটল ধরল শাসক দলের।

৩১টির মধ্যে ১৮টি জেলা পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। গুজরাতের ছ’টি শহরের পুরভোটে অবশ্য বিজেপির রেজাল্ট ভালই হয়েছে। প্রাথমিক ভাবে দু’টি পুরসভা সুরাত ও ভাবনগরে কংগ্রেসের চেয়ে পিছিয়ে থাকলেও, শেষমেশ ছ’টি পুরসভা বিজেপির হাতেই থেকে যাচ্ছে।

তবে গুজরাতে বিজেপির বরাবরের ‘ভোট ব্যাঙ্ক’ বলে পরিচিত পটেল ও পতিদার সম্প্রদায়ের ভোটে চিড় ধরার ফলে গ্রামাঞ্চলে বিজেপির দুর্গে বেশ বড়সড় ফাটল ধরেছে। যে ৩১টি জেলা পঞ্চায়েতের মধ্যে গত বার বিজেপি জিতেছিল ৩০টিতে, সেখানে এ বার অন্তত ১৮টি পঞ্চায়েত ইতিমধ্যেই তাদের হাতছাড়া হয়েছে। কংগ্রেস ওই পঞ্চায়েতগুলি দখল করেছে। দেড় বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থলাভিষিক্ত হওয়ার পর এটাই ছিল গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলের প্রথম ‘অ্যাসিড টেস্ট’।

নভেম্বরের ২৬ তারিখ ছ’টি পুরসভায় ভোট হয় গুজরাতে। আর ২৯ নভেম্বর হয়েছিল পঞ্চায়েত ভোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp rural vote gujarat base
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE