TATA

ভারতের সর্বপ্রথম সিএনজি চালিত ট্রাক নিয়ে এল টাটা

এ বার ট্রাকের জগতে বিপ্লবের সূচনা করল টাটা গোষ্ঠী। ভারতের বাজারে সর্বপ্রথম সিএনজি চালিত ট্রাক নিয়ে হাজির হল এই সংস্থা।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৫
Share: Save:

অবশেষে অপেক্ষার অবসান। এ বার ট্রাকের জগতে বিপ্লবের সূচনা করল টাটা গোষ্ঠী। ভারতের বাজারে সর্বপ্রথম সিএনজি চালিত ট্রাক নিয়ে হাজির হল এই সংস্থা। সম্প্রতি ট্রাকের ৭টি মডেল লঞ্চ করেছে তারা। বিশেষজ্ঞদের মতে, এই ট্রাকগুলিতে এমন বহু সুযোগ-সুবিধা রয়েছে, যা চালকদের আকৃষ্ট করতে বাধ্য।

এক নজরে দেখে নিন কী কী মডেল লঞ্চ হয়েছে

  • এলপিটি ৭০৯ এক্সডি: এর মধ্যে রয়েছে ৫ স্কোয়ার ফুট ডেকের জায়গা। পাশাপাশি, সাধারণ ট্রাকের তুলনায় ১০ শতাংশ পর্যন্ত অধিক জ্বালানি সাশ্রয় হবে এই ট্রাকে।
  • এসকে ৭১০ টিপার: এই ট্রাকটির বডি ৪এম কিউব এসএফসি প্ল্যাটফর্ম দ্বারা তৈরি
  • আলট্রা টি.১২জি: এর মধ্যে রয়েছে ৩.৮ লিটারের এসজিআই টার্বোচার্জড ইঞ্জিন
  • আলট্রা কে.১৪: রয়েছে বিশ্বমানের স্বাচ্ছন্দ্য, বাতানুকুল কেবিন, সঙ্গে ৩৭ শতাংশ অধিক স্থায়িত্ব
  • এলপিটি ১৫১২জি: এতে রয়েছে সর্বাধিক সিএনজি ধারণ ক্ষমতা সহ ১০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ের সুবিধা
  • আলট্রা টি.১৬ সিএক্স: এই গাড়ির কেবিনটি আয়তনে তুলনামূলক বড় এবং ৩.৩ লিটারের ইঞ্জিন রয়েছে এতে
  • এলপিকে ৬১০: এই গাড়িটির উচ্চতা খানিক বেশি। রয়েছে উচ্চমানের ব্রেকিং সিস্টেম।

কেন টাটার এই সিএনজি চালিত ট্রাকগুলি কিনবেন:

  • এক নাগাড়ে প্রায় ১০০০ কিলোমিটার পথ চলতে পারে
  • প্রতিটি গাড়িতে রয়েছে বিশ্বমানের ফিচার
  • ডেক-এর দৈর্ঘ্য বিভিন্ন যেমন ১৯ টনের ট্রাকে ডেক রয়েছে ২০ ফুট এবং ৩২ ফুট। আবার ২৮ টনের ট্রাকে ২৪ ফুট এবং ৩২ ফুট
  • দ্রুত তেল ভরার জন্য রয়েছে ডুয়াল নজল
  • সব থেকে বেশি জ্বালানি সাশ্রয় হয়। তাই খরচও কম।

তা হলে আর দেরি কেন? ব্যবসায়িক প্রয়োজন থাকলে, পুজোর আগেই কিনে ফেলুন টাটার নতুন সিএনজি চালিত ট্রাক। বিশদে জানুন।

এই প্রতিবেদনটি ‘টাটা’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TATA auto Automobile Technology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE