পোশাক, গয়না বা মেকআপ নয়, সাজ পরিপূর্ণ করতে চাই মানানসই কেশসজ্জাও। 

ছবি: সংগৃহীত

কী ভাবে চুল বাঁধবেন? শিখে নিন অভিনেত্রী স্বস্তিকা দত্তের কাছ থেকে।

ছবি: সংগৃহীত

মাঝখানে সিঁথি করে ঘাড়ের কাছে বাঁধা পনিটেল। স্বস্তিকার চুলের এই কায়দা যে কোনও পশ্চিমি পোশাকের সঙ্গেই মানানসই।

ছবি: সংগৃহীত

ক্যাজুয়াল লুকের জন্য প্রথমে চুল দু’ভাগে ভাগ করুন। এর পর উপরের দিক থেকে কিছুটা চুল নিয়ে খোঁপা করে নিন। নীচের ছেড়ে রাখা চুলগুলি দু’ভাগে ভাগ করে নিয়ে কাঁধের দু’পাশে ফেলে রাখুন।

ছবি: সংগৃহীত

ঢেউ খেলানো চুল মাঝে সিঁথি করে সমান দু’ভাগ করে স্রেফ কাঁধের উপরে ফেলে রাখুন। ঠিক যেমনটা করেছেন স্বস্তিকা। 

ছবি: সংগৃহীত

এই গরমে বিয়েবাড়ি! খোলা চুল সামলানোর ঝক্কিও কম নয়। চিন্তা নেই। পরিপাটি করে না-আঁচড়ে, সমস্ত চুল একেবারে উল্টে নিয়ে খোঁপা করে নিন। সাজিয়ে তুলুন জুঁইয়ের মালায়।

ছবি: সংগৃহীত

সাদামাটা লুকের জন্য চুল খুলে রেখে অল্প কিছুটা চুলের অংশ নিয়ে ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

একটু অন্য ধারার কেশসজ্জা চাইলে স্বস্তিকার মতো আঁটসাঁট খোঁপা করতে পারেন। ভাল করে চুল আঁচড়ে নিন। এর পর চুল উল্টে নিয়ে ঘাড়ের কাছে টেনে খোঁপা বাঁধুন। দীর্ঘস্থায়ী করতে স্প্রে ব্যবহার করতে পারেন।

ছবি: সংগৃহীত