ভারতীয় কায়দার প্যান এখন প্রায় কোনও বাড়িতেই দেখা যায় না। হাঁটু বা কোমরের সমস্যার কারণে। পশ্চিমী কায়দার কোমডেও এখন নানা রকম আদব-কায়দা লক্ষ করা যায়।

ছবি: সংগৃহীত

পুরনো ধরনের ফ্লাশ বর্তমান কালের কমোডে আর সে ভাবে দেখা যায় না।

ছবি: সংগৃহীত

এখনকার অনেক কমোডেই একটার বদলে দু’টি ফ্লাশ-বোতাম চোখে পড়ে। এর পিছনে বিশেষ কোনও কারণ আছে কি?

ছবি: সংগৃহীত

দু’টি বোতামের কাজ মোটামুটি একই। কিন্তু দুটির ভূমিকা আলাদা।

ছবি: সংগৃহীত

বড় বোতামটি টিপলে এক সঙ্গে ৬-৭ লিটার পর্যন্ত জল খরচ হতে পারে।

ছবি: সংগৃহীত

সেই তুলনায় ছোট বোতামটি ব্যবহার করলে কিছুটা কম জল খরচ হয়।

ছবি: সংগৃহীত

মূত্র ত্যাগ করার ক্ষেত্রে ফ্লাশ করার জন্য সাধারণত বেশি জলের প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে ছোট বোতামটি ব্যবহার করাই ভাল। এতে অযথা জলের অপচয় হয় না।

ছবি: সংগৃহীত

মল ত্যাগ করার পর কমোডে বেশি জলের প্রয়োজন পড়ে। তখন বড় বোতামটি ব্যবহার করতে হয়।

ছবি: সংগৃহীত