Advertisement
১৯ মে ২০২৪
Chandrayaan-3 Mission

চাঁদে ঘুমোচ্ছে ভারতের বিক্রম, প্রজ্ঞান! চন্দ্রযানের আরও স্পষ্ট ছবি তুলে দেখাল ইসরো

চাঁদের দুর্গম দক্ষিণ মেরুর কাছে গত বছরের অগস্ট মাসে নেমেছিল ভারতের চন্দ্রযান-৩। ল্যান্ডার এবং রোভার বর্তমানে চাঁদের মাটিতেই নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে।

চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান।

চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ছবি: ইসরো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১০:৫৬
Share: Save:

চাঁদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। আবার তার ছবি তুলে পাঠাল ইসরো। চাঁদের মাটিতে বিক্রম এবং প্রজ্ঞান বর্তমানে কী অবস্থায় রয়েছে, ইসরোর ক্যামেরায় তা ধরা পড়েছে। গত ১৫ মার্চ ওই ছবিটি তুলেছে ইসরো। এর আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিক্রম বা প্রজ্ঞানের যে ছবি প্রকাশ করা হয়েছে, তার চেয়ে সাম্প্রতিক এই ছবিটি অনেক উচ্চমানের। এই ছবিতে চাঁদের নির্দিষ্ট অংশের আরও খুঁটিনাটি ধরা পড়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

চাঁদের দুর্গম দক্ষিণ মেরুর কাছে গত বছরের অগস্ট মাসে নেমেছিল ভারতের চন্দ্রযান-৩। ওই এলাকায় এর আগে আর কোনও দেশ মহাকাশযান পাঠাতে পারেনি। চন্দ্রযানের ল্যান্ডার এবং রোভার এক চন্দ্রদিবস ধরে চাঁদের মাটিতে ঘুরে বেরিয়েছে, প্রয়োজনীয় অনুসন্ধান করেছে এবং তথ্য, নমুনা সংগ্রহ করেছে। সেই সময়ে ইসরো বিক্রম এবং প্রজ্ঞানের একাধিক ছবি প্রকাশ করেছিল। ১৫ মার্চ তোলা ছবিটি তার চেয়ে স্পষ্ট এবং ঝকঝকে।

বিক্রম এবং প্রজ্ঞানের এই ছবি তোলার সময়ে ইসরোর ক্যামেরা চাঁদের মাটি থেকে ৬৫ কিলোমিটার দূরে ছিল। ছবির রেজ়োলিউশন প্রতি পিক্সেলে ১৭ সেন্টিমিটার। এই ছবি ভবিষ্যতের চন্দ্র অভিযানের ক্ষেত্রেও কাজে লাগতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-৩ সফল ভাবে নামিয়ে গত অগস্টে ইতিহাস গড়েছিল ইসরো। আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত। দক্ষিণ মেরুর কাছাকাছি ভারতই প্রথম। এর পর অবশ্য চাঁদে মহাকাশযান পাঠিয়েছে জাপানও। দৌড়ে তারা পঞ্চম।

চাঁদের মাটিতে এক চন্দ্রদিবস ধরে অভিযান চালিয়ে ঘুমিয়ে পড়ে বিক্রম এবং প্রজ্ঞান। সৌরশক্তিতেই সচল ছিল তারা। চাঁদে সূর্য ডুবে গেলে তাদের কর্মক্ষমতাও ফুরিয়ে যায়। চাঁদের মাটিতেই নির্দিষ্ট অঞ্চলে বর্তমানে ভারতের সাফল্যের চিহ্ন বহন করে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। আর তাদের সক্রিয় করা সম্ভব নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE