Advertisement
০২ জুন ২০২৪
Weight Loss Tips

ডায়েটে শুরু করেছেন? কখন ওজন মাপলে ফলাফল একদম সঠিক দেখাবে

অনেকেই আছেন, যাঁরা ডায়েট চলাকালীন সময়-সুযোগ পেলেই ওজন মেশিনে উঠে দাঁড়িয়ে পড়েন। কতটুকু ওজন কমল, তা দেখার কৌতূহল সকলেরই থাকে। তবে রোজ রোজ ওজন মাপলে কোনও লাভ হয় না।

ওজন মাপার সঠিক সময় কোনটা?

ওজন মাপার সঠিক সময় কোনটা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৩:৫০
Share: Save:

স্থূলত্ব মানেই শরীরে বাসা বাঁধবে হাজার রোগব্যাধি! চিকিৎসকদের দাবি, ওজন না কমালে কোলেস্টেরল, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। অগত্যা পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করে কড়া ডায়েট শুরু করেছেন কেউ কেউ। অনেকেই আছেন, যাঁরা ডায়েট চলাকালীন সময়-সুযোগ পেলেই ওজন মেশিনে উঠে দাঁড়িয়ে পড়েন। কতটুকু ওজন কমল, তা দেখার কৌতূহল সকলেরই থাকে। কিন্তু সমস্যা হল, যেখানে যত বার ওজন মাপছেন, প্রত্যেক জায়গাতেই এক এক রকম সংখ্যা ফুটে উঠছে। এমন পরিস্থিতিতে ওজন বেশি দেখে অনেকেরই মনে হয় যন্ত্রটির কোনও দোষ রয়েছে। আবার কম দেখালে মনে এতটাই আনন্দ হয় যে, ডায়েট ভুলে আইসক্রিম খেয়ে ফেলার সম্ভাবনাও তৈরি হয়।

ওজন মাপার কিন্তু নির্দিষ্ট সময় এবং পদ্ধতি আছে। যখন খুশি, যেখানে খুশি ওজন মেপে নিলেই যে সঠিক পরিমাপ দেখাবে এমনটা নয়। ওজন পরিমাপের সঠিক সময় কোনটি?

ঘড়ি ধরে খাওয়ার পাশাপাশি ঘড়ি ধরে ওজনও মাপতে হবে।

ঘড়ি ধরে খাওয়ার পাশাপাশি ঘড়ি ধরে ওজনও মাপতে হবে।

চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে উঠে পেট পরিষ্কার করে জল, চা, কফি কিংবা ওষুধ খাওয়ার আগেই ওজন মাপলে একেবারে সঠিক ফলাফল আশা করা যায়। ওই সময় ওজন পরিমাপ করলে অপাচ্য খাদ্যের বাড়তি ওজন দেখায় না যন্ত্রে। এই ভাবে ওজন মাপলে দেহের বাড়তি ওজন আসার সম্ভাবনা একেবারেই নেই।

অনেকের স্বভাব থাকে রোজ রোজ ওজন মেপে দেখার। চিকিৎসকদের মতে, প্রতি মাসে এক বার করে ওজন মাপলেই যথেষ্ট। খুব ইচ্ছে হলে সপ্তাহে এক বার করে ওজন মাপতে পারেন। তবে রোজ রোজ ওজন মেপে কোনও লাভ হয় না। আগের দিন কী খাচ্ছেন, কতটা জল খাচ্ছেন, কোনও নতুন ওষুধ খেয়েছেন কি না, সারা দিন কতটা কায়িক পরিশ্রম করছেন— এ সবের উপর প্রতি দিনের ওজন হেরফের করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weight Loss Tips Weight Loss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE